দখলদার ইসরায়েল পশ্চিম তীরের জেনিনে হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন। ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে।
ইসরায়েলি ‘হাদশুত বাজমান’ বা ‘সময়সীমা’ নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল-বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন।
ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করে। কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধকামীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। জেনিনে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি শহীদ ও ৪০ জন আহত হয়েছে। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত চার দিনে একজন ইসরায়েলি সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আলআকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর ও বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাব দেয়া শুরু করেন। এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন।
সূত্র : পার্সটুডে।