Homeবিবিধবগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির বাহিরে থাকা অবস্থায় প্রতিবেশী দুই কিশোর তাকে জোরপূর্বক এক বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে তার মায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় তারা সুযোগ বুঝে এই নৃশংস কাজটি করে।

এই ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, তদন্ত চলছে এবং আইনের আওতায় সবাইকে আনা হবে।

সর্বশেষ খবর