বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সোনাতলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমান রানাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে সোনাতলা উপজেলা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রানাকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এছাড়া, ২০০৮ সালে বিএনপি নেতা একেএম আহসানুল তৈয়ব জাকিরের বাড়িতে হামলার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। দীর্ঘ ১৬ বছর ধরে রানা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং প্রভাব খাটানোর অভিযোগে অভিযুক্ত।
স্থানীয়রা জানান, তার নেতৃত্বে এলাকায় নানা অপরাধ সংগঠিত হলেও কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেনি। তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘দরবার হলের লিডার’ হিসেবে পরিচিত ছিলেন।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, গ্রেফতারের পর রানাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রানার গ্রেফতারে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকার মানুষ তার অপরাধের বিচার দাবি করছে।