Homeজেলাকুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২২ জানুয়ারি বুধবার বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে দেশের শীতপ্রবণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদের তত্ত্বাবধানে কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, প্রশিক্ষিকা শান্তি রাণী, প্রশিক্ষক মাসুদুর রহমান এবং জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, এই শীতবস্ত্র পেয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে গতি আসবে। এদিন কুড়িগ্রামের ৯টি উপজেলার বিভিন্ন সংস্থার মোট ২১১ জন অঙ্গীভূত আনসার সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, শীতপ্রবণ এলাকায় কর্মরত আনসার সদস্যদের শীতবস্ত্র বিতরণ মহাপরিচালকের একটি মহৎ উদ্যোগ, যা সদস্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর