Homeজেলাবৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান । শুক্রবার সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন । গতকাল সন্ধ্যায় শহরের ওএফসি রেস্টুরেন্টে জেলা জামায়েতের এক সংবাদ সম্মেলনে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ,শাহাজালাল সবুজ প্রমুখ ।

এসময় জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন দীর্ঘ ২১ বছর পর জামায়াতের কেন্দ্রীয় আমীর কুড়িগ্রামে কর্মী সম্মেলন উপলক্ষে আসছেন । এটা কুড়িগ্রাম বাসীর জন্য একটি বড় পাওয়া । আমরা আশা করছি কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে ২ লাখ কর্মী সমর্থকের সমাগম হবে । এতে কুড়িগ্রামের সকল শ্রেণীর মানুষজন অত্যন্ত আনন্দিত।

সর্বশেষ খবর