Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি রোভার স্কাউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার (আরএসএল) ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন রোভার স্কাউট ইবি শাখার সভাপতি দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু সাঈম সহ বিভিন্ন স্তরের রোভার সদস্যরা।

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ২৫ জানুয়ারি ফলাফলের ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানাদি, বিশেষ করে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার কাজে রোভার সদস্যদের বেশ সুনাম রয়েছে।

এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোভার সদস্যরা বেলা করে দেশ সেবায় নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে চলেছে।

সর্বশেষ খবর