সুইজারল্যান্ডের দাভোসে আজ বুধবার (২২ জানুয়ারি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে তারা একে অপরের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা এবং সামাজিক ব্যবসার ধারণার প্রবর্তক হিসেবে পরিচিত। তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বৈশ্বিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক সংকট মোকাবিলায় তার নেতৃত্ব এবং পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগের জন্য পরিচিত। এই বৈঠক তাদের মধ্যকার সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন। এ ধরনের বৈঠক বৈশ্বিক সমস্যাগুলো সমাধানের পথে নতুন ধারণা ও সহযোগিতার সুযোগ তৈরি করে।
দাভোসে অনুষ্ঠিত এই সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।