কুড়িগ্রামের চিলমারীতে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ। এই আয়োজনের জন্য আয়োজক কমিটি ৬৬ লাখ টাকার একটি প্রস্তাবিত বাজেট জমা দিয়েছে। তবে এত বড় অঙ্কের বাজেট নিয়ে স্থানীয় মহল ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
বাজেট অনুযায়ী, কৃষক-জেলেদের খাবারের জন্য ৬০ লাখ টাকা, ভিআইপি অতিথিদের খাবারের জন্য ৫০ হাজার টাকা, এবং স্টেজ, সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এক দিনের একটি সমাবেশে এত বিপুল অর্থ ব্যয় করা কতটা যৌক্তিক।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এত অর্থ যদি কৃষকদের উন্নয়নে সরাসরি ব্যবহার করা যেত, তাহলে তা অনেক কার্যকর হতো।”
আয়োজক কমিটির আহ্বায়ক নাহিদ হাসান নলেজ জানান, “আমরা হাট ও ঘাটে জমিদারি প্রথা বাতিল, কৃষিপণ্যের ন্যায্য দাম নির্ধারণসহ ১২টি দাবিতে এই মহাসমাবেশ করছি। সারাদেশ থেকে ৫০ হাজারের বেশি অংশগ্রহণকারী আসবেন। এর মধ্যে ৩০ হাজার কৃষকের জন্য ২শ টাকা বরাদ্দে খাবার চেয়েছি।”
তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “এই বরাদ্দ এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রকৃত খরচ যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। সাধারণ মানুষ আশা করছে, যথাযথ তদন্তের মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রকৃত কৃষকেরা এর সুফল পাবে।