Homeজেলাধামইরহাটে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট পৌরসভার উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম এবং শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।

কর্মশালায় অংশ নেন স্থানীয় শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন এবং ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

তরুণদের চিন্তাধারা, উদ্যোগ এবং দেশ গঠনে তাদের ভূমিকা নিয়ে কর্মশালায় আলোচনা হয়। উপস্থিত বক্তারা তারুণ্যের উদ্ভাবনী শক্তি ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তাদের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

কর্মশালায় তরুণদের জন্য দেশকে উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়, যা স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সর্বশেষ খবর