সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে কলেজের জন্য বহুল প্রতীক্ষিত দুইটি দোতলা বাস উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে, এখন চলছে বাসগুলোকে সাজানোর চূড়ান্ত প্রস্তুতি।
এই বাসগুলো কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ এবং সাশ্রয়ী করার লক্ষ্যে বরাদ্দ করা হয়েছে। এটি শুধু একটি যাতায়াত মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
কলেজের বর্তমান অধ্যাক্ষ, অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করার পর থেকেই একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে কলেজে অবকাঠামো উন্নয়ন, একাডেমিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ধারা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা তাকে একজন অভিভাবক হিসেবে বিবেচনা করছেন। তার এই অবদানের জন্য শিক্ষার্থীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমস্ত ছাত্র সংগঠনগুলো দৃঢ়প্রত্যয়ী হয়ে শিক্ষার্থীদের যেকোনো শিক্ষার্থীবান্ধব ভালো কাজে সর্বদা পাশে থাকবো।ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এই দুইটি দোতলা বাস শিক্ষার্থীদের জন্য শুধু একটি পরিবহন নয়, বরং এটি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও সুগম ও উপভোগ্য করতে সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাক্ষসহ কলেজের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় অধ্যাক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের এই স্বপ্নপূরণের অংশীদার হয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আরও একধাপ এগিয়ে গেল।