নুর মো: খালেকুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে ২২ জানুয়ারী বুধবার সকালে দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বন্দরে এই সড়ক অবরোধ করা হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোট দারিয়াপুর সভাপতি শহিদুল ইসলাম। সাংস্কৃতিক কর্মী আব্দুল ওয়াদুদ, আলী আজম ।
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:আব্দুল আজিজ মিয়া, বিএনপি নেতা নুরে আলম সিদ্দিক পিটন, রিজু আহমেদ। মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস ছামাদ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নিহত শামীমের চাচা রবিন মিয়া, রনজু মিয়া। দাদা সোহেল রানা ও মৃদুল মেম্বার। দারিয়াপুর বন্দর ব্যাবসায়ী এসোসিয়েশন সভাপতি সেলিম মন্ডল, সদস্য মো: মুংলু মিয়া। নারী নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী সিপিবি নেতা ময়নুল কবীর মন্ডল। মৃনাল কান্তি বর্মন, সম্রাট, সহ আরো অনেকে।
বক্তারা কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপ সহ হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে গুরুতর আহত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা শামীম আহমেদকে হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।