ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ (বুধবার) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর, ফ্লাইটটির তল্লাশি শুরু হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার আজ সকালে প্রথম আলোকে জানান, “এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি, তবে তল্লাশি এখনো চলছে।”
আরও পড়ুন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়লেন সারজিস
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। জরুরি অবতরণের পর যাত্রীদের দ্রুত ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়।
সূত্র আরও জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ নজর দিচ্ছেন এবং তদন্ত শুরু করেছেন।