Homeজেলাবগুড়ার শেরপুরে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

বগুড়ার শেরপুরে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরের অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে

বগুড়ার শেরপুরে চাঁদার টাকা না পেয়ে গাড়িদহ ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার মোঃ শহিদুল ইসলাম ঠিকাদার ইসমাইল হোসেনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইসমাইল হোসেন এ বিষয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং গতকাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আসামিদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাড়িদহ গ্রামের একটি রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ শুরুর পর থেকেই মেম্বার শহিদুল ইসলাম মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি কাজের বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

গত ১৯ জানুয়ারি বিকেলে রাস্তার কাজ শেষে মাইল ফলক স্থাপনের সময় মেম্বার শহিদুল ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলের উপর হামলা চালায়। হামলায় ইসমাইল গুরুতর আহত হন এবং তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তিনি শেরপুর হাসপাতালে চিকিৎসা নেন।

সাংবাদিক সম্মেলনে ইসমাইল জানান, হামলায় শহিদুলের ভাই শাহিদুল ইসলাম, মোঃ খায়রুল ও নিশাত অংশ নেন। তিনি মেম্বার শহিদুলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর