ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেন টেলিভিশন নাটকে। এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক পাতায় বেশ সরব এই অভিনেত্রী।
গত বছরে জুন মাসে ব্যবসায়ী আজমান নাসিরকে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছিলেন এ অভিনেত্রী। এদিকে স্বামী নাসিরের জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন চমক।
পোস্টে রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার বাবা-মা অসংখ্য ধন্যবাদ তোমাকে এ পৃথিবীর আলো দেখার জন্য। এই পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। আমি বলতে চাই, আমি তোমার সাথে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে চা পান করতে চাই।’
তিনি লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা সঙ্গে হাজারো কফি ডেট। এদিকে কে তোমার ছবি পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি আর আমরা গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় আমাদের প্রিয় গান শোনা হয়।’
সবশেষ চমক লেখেন, ‘একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারো রাত শুধু তোমার হাত ধরে থাকবো। আমাদের মাথায় কিছুই নেই শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সঙ্গে এই জীবন উদযাপন করতে চাই, প্রিয়। এই দিনটির অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।’