বগুড়ার শেরপুরে ৩২তম “উরছে” আশেকীন-যাকেরীন বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে হযরত শাহ্ সুফি সমির উদ্দি দরবেশবাড়ী এই ওরসের আয়োজন করে।
মোঃ আব্দুল মুন্নাফ আকন্দের সভাপতিত্বে ওরসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ জানে আলম খোকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভা সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বিএনপি নেতা জহির রায়হান, নিরব, সাংবাদিক আব্দুল হান্নান রোকন, মাজারের তত্বাবধায়ক মোঃ ইউসুফ আব্দুল্লাহ হারুন প্রমূখ।
আরও পড়ুন:৭ দিনের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে
আলোচনা শেষে মাজার জিয়ারত, দোয়া পাঠ, পবিত্র কুরান তেলওয়াত, ওয়াজ ও আখিরি মোনাজাতের পর তবারক বিতরণ বরা হয়।