Homeজেলানাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নাগেশ্বরীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বাবু আজ (২১ জানুয়ারি ২০২৫) সকালে গ্রেফতার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা পরিষদের সামনে থেকে সকাল ১১টায় নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) অপূর্ব বর্মনের নেতৃত্বে একটি পুলিশ দল তাকে গ্রেফতার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট কুড়িগ্রাম জেলা শহরে একটি আন্দোলনে বাধা দেওয়া এবং সৃষ্ট সহিংসতায় হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তার নাম উঠে আসে। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন:আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা


এছাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মো. আব্দুল খালেক বাবুর বিরুদ্ধে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল।

গ্রেফতারের পর তাকে নাগেশ্বরী থানায় নেওয়া হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর