১০ম গ্রেডে শুণ্যপদে নিয়োগ, নতুন পদ সৃজন, আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষাসহ ৪ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ঝিনাইদহ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে নিজস্ব ক্যাম্পাসে আন্দলোনকারী শিক্ষার্থী এ সংবাদ সম্মেলন করেন। সেসময় উপস্থিত ছিলেন মেডিকেল ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান,সাগর পাল, আখি খাতুন,২য় বর্ষের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকি,শিক্ষার্থীদের অভিভাবক সহ অন্যান্যরা।
আরও পড়ুন:এবার প্রকাশ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির ।।
সে সময় বক্তারা, বলেন সতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড, অসংগতিপুর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ১ বছরের ভাতাসহ ৪ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান একই সাথে আগামী ২২ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশে অংগ্রহণকরার জন্য সকল শিক্ষার্থকে আহবান জানান এছাড়াও বাইরের জেলা থেকে এক অভিভাবক সন্তানকে ভর্তি করতে এসে ক্যাম্পাস বন্ধ দেখে নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ো ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক প্ররিশ্রম করে আমার সন্তান এখানে চান্স পেয়েছে ফলে ভর্তি করতে এসে দেখি ক্যাম্পাস বন্ধ,এখানকার শিক্ষার্থীরা যে দাবী জানিয়েছেন তা যৌক্তিক সরকার এগুলো না মেনে নিলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ঠ হয়ে যাবে।
উল্লেখ্য-বিগত বছরের ১৪ই অক্টোবর থেকে ক্লাস বর্জনসহ বিভিন্ন দাবী নিয়ে এসকল শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে।