কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খড়িবাড়ি ছবিরন নেছা দাখিল মাদ্রাসায় দলীয় নেতা-কর্মীরা একত্রিত হন।
জমায়েতের পর একটি বিশাল মিছিল খড়িবাড়ি বাজারের চারদিকে প্রদক্ষিণ করে। মিছিল শেষে ত্রিকোণা মোড়ে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার শুরা সদস্য এবং ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের আমীর প্রভাষক আ. সাত্তার সাজু, বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, জনাব হাসমতুল্লাহ, জনাব সিরাজুল ইসলাম, জনাব নুরুজ্জামান সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ড. শফিকুর রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সংগঠনের ঐক্য এবং শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি মাস্টার রফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। ড. শফিকুর রহমানের নেতৃত্বে দল নতুন দিকনির্দেশনা পাবে এবং জনসেবা আরও গতিশীল হবে।”
এই অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত হয়। স্থানীয় জনগণ এবং দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আরও পড়ুন:রাণীনগরে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
উল্লেখ্য, আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ড. শফিকুর রহমান। দলীয় নেতারা জানিয়েছেন, এই সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ড. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।