Homeজেলারাণীনগরে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

রাণীনগরে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন:চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে ডা. শাহাদাত….. চট্টগ্রাম প্রবাসী ক্লাব আগামী দিনে প্রবাসীদের আস্থারস্থল হবে…


রাণীনগর সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আয়েন উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজ্জাকির হোসেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল প্রমুখ। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর