কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিবেটিং সোসাইটির মডারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
সোমবার (২০ জানুয়ারি) নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন। গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়, ডিবেটিং সোসাইটির মডারেটর আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নাছির উদ্দিন মিঝি’কে ১২ জানুয়ারি ২০২৫ হতে অব্যাহতি প্রধান পূর্বক তদস্থলে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান-কে ১৩ জানুয়ারি ২০২৫ হতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডিবেটিং সোসাইটির মডারেটর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।
নবনিযুক্ত মডারেটর অধ্যাপক ড. কামরুজ্জামান জানান, আমাকে নিয়োগ দেয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। ডিবেট শিক্ষার্থীদের চিন্তাশীল করে তোলে। আমি চেষ্টা করবো তাদেরকে জাতীয় পর্যায়ের ডিবেটর বানানোর।