Homeজেলানাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

অদ্য ২০ জানুয়ারি ২০২৫ তারিখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার উপজেলা প্রশাসন হলরুমে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কামরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান।

প্রাথমিক পর্যায়ে বিজয়ীদের তালিকা:

কুইজ প্রতিযোগিতা:
১ম স্থান: মুআয বিন মিজান (৪র্থ শ্রেণি, শিশু বিতান)।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা:
১ম স্থান: জান্নাতুল জোহর (৩য় শ্রেণি, নিউ প্রতিশ্রুতি স্কুল)।

রচনা প্রতিযোগিতা:
১ম স্থান: আফিয়া তাসনিম হিয়া (৫ম শ্রেণি, নিউ প্রতিশ্রুতি স্কুল)।

মাধ্যমিক পর্যায়ে বিজয়ীদের তালিকা:

কুইজ প্রতিযোগিতা:
১ম স্থান: উম্মে সানিয়া স্নেহা (৯ম শ্রেণি, উপজেলা প্রশাসন স্কুল)।


আরও পড়ুন:


কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।রচনা প্রতিযোগিতা:
১ম স্থান: মোছা. সানজিদা আক্তার সুরভী (১০ম শ্রেণি, ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়)।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা:
১ম স্থান: উম্মে আযমান মনিষা (৯ম শ্রেণি, উপজেলা প্রশাসন স্কুল)।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়।

সর্বশেষ খবর