অদ্য ২০ ডিসেম্বর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাসের চাপায় আব্দুস সাত্তার মহুরি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সকাল ৭টার দিকে উপজেলার চরাইখেলা ব্রিজের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ভুরুঙ্গামারী উপজেলার পাগলার হাট চর এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি জর্জকোর্টের মহুরি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে। আব্দুস সাত্তার নিজ বাড়ি ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। চরাইখেলা ব্রিজে পৌঁছানোর পর একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:৩ জিম্মিকে মুক্তি দিল হামাস, যুদ্ধবিরতিতে বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা
নাগেশ্বরী থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।