স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘রক্ত ঝরলেও দেশের সীমান্ত সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ রোববার দুপুরে তেজগাঁওয়ের ভূমি ভবনে বিসিএস ক্যাডার ও জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে ধান ও গাছ কাটা নিয়ে দুইপক্ষে সংঘর্ষে হয়েছে। এতে দুইপক্ষের লোকজনই আহত হয়েছে। আলোচনার মাধ্যমে এর সমাধান হয়েছে। জনগণ সরকারকে সাহায্য করছে। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। আমরা আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার রয়েছি।’
তিনি আরো বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিয়ে আগে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সেটা করা হচ্ছে বলেই সমস্যা সামনে আসছে।’
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্থার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগ যুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। ভূমি সেবা আরও সহজ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরো জনবান্ধব করতে হবে।’