Homeশিক্ষা-শিক্ষাঙ্গনইবিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইবিতে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটা নাগাদ ল্যাবরেটরি স্কুলের একটি সভাকক্ষে এ আয়োজন করা হয়। ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান। এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ,নুর উদ্দিন সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাংলাদেশের সব জায়গায় শিশু একাডেমী আছে, যেগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি কাজ করেছিলেন সেটা হলো শিশুদের জন্য শিশু মেলা, যেটা বিগত স্বৈরাচারী সরকার রাখতে দেয়নি। তিনি আরও বলেন চিত্রাংকন প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন তাদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে যেন পুরস্কার দেওয়া হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগীতা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, কেন্দ্রীয় মসজিদে বাদ যোহর সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন। এসময় ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর