বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামে নাসিম মিয়া নামের এক অটোরিকশা চালকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৩টায় সিঁধ কেটে চার সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা গৃহকর্তা নাসিম মিয়ার মুখ ও হাত-পা বেঁধে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাক্সের চাবি ছিনিয়ে নেয়।
ডাকাতরা বাক্স থেকে প্রায় ৩ লাখ টাকা এবং নাসিম মিয়ার অটোরিকশার পাঁচটি ব্যাটারি লুট করে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। নাসিম মিয়ার গোঙ্গানির শব্দে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠে। স্থানীয়দের সহায়তায় তারা নাসিম মিয়াকে মুক্ত করে এবং প্রাথমিক চিকিৎসা দেন।
রোববার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাত দলের গ্রেপ্তার ও নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।