শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রাজাপুর গ্রামে পাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কে. এম. তরিকুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন বলেন, “১৯৩৬ সালের ১৯ জানুয়ারি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান জন্ম গ্রহন করেছিলেন। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্ম হয়েছিলো বিধায় আজ আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছি। উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের জনক। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শেখ মুজিবুর রহমান হলের সভাপতি ফসিউল হক ইমন, যুগ্ম আহ্বায়ক তাহফিমুল হাসান, বিজ্ঞান অনুষদের সভাপতি এছহাক হোসেন মীম, শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইনজামামুল হক সজল, পাবিপ্রবি ছাত্রদল নেতা ওলিউল্লাহ,সজীব প্রামাণিক, শহিদুজ্জামান সজীব, জাকির, ওমর ফারুক , সাইফ, ইসতিয়াক, আমিরুল, রিফাত, ইমন সহ প্রমুখ।