বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মথুরাপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আশাদুল ইসলাম শনিবার রাতে ধুনট থানায় এ মামলা করেন।
অভিযোগে বলা হয়, আশাদুল ইসলাম চকমেহেদী গ্রামের রহুয়ার বিল নামের সরকারি জলাশয় ইজারা নিয়ে বানিজ্যিকভাবে মাছ চাষ করেন। জলাশয়ের পাহারার জন্য পাড়ে একটি টিনের ঘর তৈরি করেন তিনি।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিকের নেতৃত্বে আসামিরা জলাশয়ে গিয়ে আশাদুলকে হত্যার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ঘরে অগ্নিসংযোগ করেন এবং মাছ চাষের সামগ্রীসহ প্রায় সোয়া তিন লাখ টাকার মালামাল চুরি করেন।
পরদিন আশাদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা তদন্ত করে শনিবার রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে।
ধুনট থানার ওসি সাইদুল আলম জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।