কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে।
পুুলিশ জানায়,বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাইজুল ইসলাম বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে জনপ্রতিনিধিত্ব করার চেষ্টা চালান।
কিন্তুু আইনের কাছে ছাড় পেলেন না।
স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়
তাইজুল ইসলাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলে এলাকার লোকদের কে জিম্মি করে তাঁর কুকীর্তি চালিয়ে যায়।
এছাড়া তার বিরুদ্ধে বিগত ইউপি চেয়ারম্যান নির্বাচনে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে।
আরও পড়ুন:জিয়াউর রহমানকে নিয়ে পাবিপ্রবির মসজিদে আলোচনা সভা
এবিষয়ে রাজারহাট থানা পুলিশের ওসি আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্য দিকে চেয়ারম্যান তাইজুল গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পরলে এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে উঠে।