Homeখেলারাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

“খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি” এই প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার গুয়াতা স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। গুয়াতা জি.এ.কে.বি ক্রীড়া সংঘের আয়োজনে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দের পৃষ্ঠপোষকতায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্যতরুণ ক্লাবকে ২-০ গোলে কয়া-বাড়িয়াপাড়া মিলন সমিতি দল চ্যাম্পিয়ন হয়। কয়া-বাড়িয়াপাড়া মিলন সমিতি দলের খেলোয়ার মানিক জোয়ারদার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

গুয়াতা জি.এ.কে.বি ক্রীড়া সংঘের সভাপতি রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম. খায়রুল বাশার। প্রধান অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান চ্যাম্পিয়ন ও রানারসআপ দলের মাঝে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ।

পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর