Homeজেলাঝিনাইদহে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

ঝিনাইদহে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ রবিবার (১৯ জানুয়ারী) সকালে শহরের একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ।

জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ।

আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ জেলা ও উপজেলা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে নতুন ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উচু করে দাড়ানোর স্বপ্ন দেখান । স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্বারা এখনও দেশকে অস্থিতিশিল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে । আওয়ামীলীগের দুঃশ্বাসন থেকে দেশ মুক্তি পেয়েছে । কিন্তু মানুষের ভোটের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি ।

শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন ।

সর্বশেষ খবর