Homeঅভিযানকুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

নাগেশ্বরীর ভাঙ্গামোড় এলাকায় অবস্থিত “মেসার্স এস এস ফোর” নামের ইটভাটাটি কোনো অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। অভিযানকালে ভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এবং কাঁচা ইট নষ্ট করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মোবাইল কোর্টের বিচারিক দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


আরও পড়ুন:শিমুলবাড়ী ইউনিয়নে সরকারি বিদ্যালয়ের মাঠে অবৈধ ইটভাটা, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত।


পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “পরিবেশ রক্ষায় এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদের অভিযান নিয়মিত চলবে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আমরা কোনো ধরনের আপস করব না। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ আমাদের প্রধান লক্ষ্য।”

অভিযানের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, পরিবেশ রক্ষার এ ধরনের পদক্ষেপ শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, বরং পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহ জোগাবে।

পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর