Homeজেলাশিমুলবাড়ী ইউনিয়নে সরকারি বিদ্যালয়ের মাঠে অবৈধ ইটভাটা, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত।

শিমুলবাড়ী ইউনিয়নে সরকারি বিদ্যালয়ের মাঠে অবৈধ ইটভাটা, শিক্ষার পরিবেশ বিপর্যস্ত।

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইটভাটার কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করে বলেন, “ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেছে। পাশাপাশি শিক্ষার পরিবেশও নষ্ট হচ্ছে। ধোঁয়ার গন্ধ ও চুল্লির তাপের কারণে ক্লাস নেওয়া কঠিন হয়ে পড়েছে।”

স্থানীয় অভিভাবকরাও এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একজন অভিভাবক বলেন, “আমাদের বাচ্চারা যেখানে পড়াশোনা করবে, সেই জায়গাতেই এমন পরিবেশ সৃষ্টি হওয়া মেনে নেওয়া যায় না। আমরা চাই দ্রুত এ ভাটা বন্ধ করা হোক।”

স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে, ভাটা মালিক পক্ষের দাবি, তাদের ব্যবসা বৈধ, তবে পরিবেশের ক্ষতি যেন না হয়, সেজন্য তারা যথাসাধ্য চেষ্টা করছেন।

তবে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি বা জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। আইন অমান্য করে এমন একটি প্রতিষ্ঠানের পাশে ইটভাটা পরিচালনা শিশুদের স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষার পরিবেশের ওপর যে প্রভাব ফেলছে, তা অগ্রাহ্য করা যায় না।


আরও পড়ুন:পাবিপ্রবিতে ছাত্রলীগের বিচার ও নতুন হল চালুর দাবিতে ৩ দিনের আল্টিমেটাম


স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। যদি ইটভাটা অবৈধভাবে স্থাপিত হয়ে থাকে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চারপাশে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ রক্ষা করবে—এটাই স্থানীয়দের দাবি।

সর্বশেষ খবর