Homeজেলাবীরগঞ্জে জাগরণ বøাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বীরগঞ্জে জাগরণ বøাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

“সৃষ্টির সেবায়, স্রষ্টার সন্তুষ্টি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জের শালবন মিলনায়তনে একটি অলাভজনক, সেবামূলক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “জাগরণ বøাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও রক্তদাতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জাগরণ বøাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শালবন মিলনায়তন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শালবন মিলনায়তনে শেষ হয়।
র‌্যালি শেষে জাগরণ বøাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মো. নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক এবিএম কামরুল হাসান।


আরও পড়ুন:বীরগঞ্জে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা সুলতানা রাজিয়া আঁখি, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক স্বপন শর্মা, ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, জেলা দায়রাজজ আদালতের অ্যাডভোকেট চাঁন মিয়া, উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, দৈনিক কালের কণ্ঠের বীরগঞ্জ প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক ইত্তেফাক এর বীরগঞ্জ প্রতিনিধি উত্তম শর্মা।
এসময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ, আমন্ত্রিত উপজেলার সকল বøাড ব্যাংক এর সদস্যবৃন্দ, সাংবাদিক আব্দুল জলিল, মো. ফরহাদ হোসেন, প্রদীপ রায় জিতু, নাজমুল ইসলাম, মোজাম্মেল হক, জাহিদ হাসান, আরিফ ইসলাম, মোয়াজ্জেম সরকার রুবেল সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে সকল সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বীরগঞ্জের ধারাভাষ্যকার মো. জয়নাল আবেদীন।

সর্বশেষ খবর