ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনির কলকাতার চলচ্চিত্রে অভিষেক হলো থ্রিলার সিনেমা ‘ফেলুবক্সী’ দিয়ে। দেবরাজ সিনহা পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। এতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
তবে সিনেমার মুক্তির আনন্দের মুহূর্তে মন খারাপের কথা জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে তিনি লিখেছেন, “এটা আমার কলকাতার প্রথম সিনেমা। রিলিজের খবরে আনন্দিত হলেও ভিসা জটিলতায় টিমের সঙ্গে থাকতে পারছি না। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।”
দর্শকদের উদ্দেশে তিনি আরও লেখেন, “আমি যেতে পারিনি, কিন্তু ‘ফেলুবক্সী’র লাবণ্যকে কাছের সিনেমা হলে দেখতে পাবেন। ভালোবাসার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা, ভালোবাসা নিও।”
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। ফেলুবক্সী চরিত্রটি একজন গোয়েন্দা, যিনি রহস্য সমাধান ও খেতে ভালোবাসেন। তার সহকারী রেডিও জকি চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার।
গল্পে দেখা যায়, এক জন্মদিনের পার্টিতে কেক কাটার সময় একজনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তার পরিবার সেটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারে না। তদন্তে নেতৃত্ব দেন ফেলুবক্সী। সন্দেহের তীর গিয়ে পড়ে পরীমনির লাবণ্য চরিত্রের দিকে।
২০২3 সালের শুরুর দিকে সিনেমাটির শুটিং হয়েছিল। পরীমনি ছাড়াও এতে অভিনয় করেছেন মধুমিতা সরকার, শতাফ ফিগারসহ অনেকে। ‘ফেলুবক্সী’ কলকাতার দর্শকদের মধ্যে কেমন সাড়া ফেলে, তা এখন দেখার বিষয়।