Homeরাজনীতিবিএনপিকে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব রনির

বিএনপিকে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব রনির

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিএনপিকে দেশের প্রতিটি উপজেলায় চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই প্রস্তাব করেন।

রনি লিখেছেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশে সারাদেশে দলীয় পদধারী বা নামধারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে এসব কমিটি গঠিত হবে। কমিটি নিয়মিত দলের হাইকমান্ডকে তথ্য জানাবে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো এলাকায় চাঁদাবাজি, দখল বা লুটপাটে বিএনপির নাম জড়ালে সংশ্লিষ্ট এলাকার কমিটিকে দায়ী করা হবে। রনির মতে, পুলিশ, প্রশাসন এবং সাংবাদিকদের নজরদারির মাধ্যমে বিএনপিকে ইমেজ সংকট থেকে বের করে আনা সম্ভব।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ উঠেছে। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির বিষয়েও খবর পাওয়া গেছে। এ অবস্থায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোলাম মাওলা রনির প্রস্তাব বাস্তবায়ন করলে বিএনপির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

সর্বশেষ খবর