বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক এবং বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদনও খারিজ করা হয়েছে।
বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এসব মামলার শুনানি শেষে এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে ঢাকা থেকে বগুড়া কারাগারে আনা হয় এবং নির্ধারিত তারিখে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন খারিজ করেন। একই সঙ্গে অন্য মামলায় আবু সুফিয়ান শফিক এবং তুফান সরকারের জামিনও মঞ্জুর হয়নি।
উল্লেখ্য, এই মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। বিচার প্রক্রিয়া চলমান থাকায় আদালত জামিন না দিয়ে আসামিদের আটক রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মামলাগুলোর তদন্তে অগ্রগতি নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে আইনের আওতায় রাখা হয়েছে।