Homeজেলাবগুড়ার শেরপুরে সর্বহারা পার্টির পোস্টারিং: এলাকায় আতঙ্ক

বগুড়ার শেরপুরে সর্বহারা পার্টির পোস্টারিং: এলাকায় আতঙ্ক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে পূর্ব বাংলার সর্বহারা পার্টি গ্রামভিত্তিক গণযুদ্ধের ডাক দিয়ে পোস্টারিং করেছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের দেয়ালে এসব পোস্টার দেখা যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ভবানীপুর গ্রামের বাসিন্দারা জানান, সকালে বাজারে এসে দেয়ালে পোস্টারগুলো দেখতে পান। এতে গ্রামে ভীতি ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে সর্বহারা পার্টির তৎপরতা বেড়ে যায়। তারা পোস্টারিংয়ের মাধ্যমে চাঁদা দাবি করে এবং ডাকাতি করে। দুই সপ্তাহ আগেও ভবানীপুরে একটি ডাকাতির ঘটনা ঘটে।

সর্বহারাদের এ ধরনের তৎপরতা বন্ধে কয়েক বছর আগে ভবানীপুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও কার্যকর ফল পাওয়া যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভবানীপুর বাজার সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা। সেখান থেকে সর্বহারা পার্টি এসে এ ধরনের পোস্টারিং করে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

সর্বহারা পার্টির এ ধরনের কার্যক্রম বন্ধে স্থানীয়দের মধ্যে আরও সচেতনতা এবং পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে।

সর্বশেষ খবর