রাজবাড়ী জেলা যুবদল ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ফরহাদ হোসেনের উপর আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে জেলার পাংশা উপজেলার জাগির কয়া বাজারের যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ মিশিল বেড় করে।
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: জহিরুল আলম (মুরাদ) বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষক দলের আহবায়ক আনিছুর রহমান মোল্লা, পাংশা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ফরহাদ হোসেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে লেখালেখি করেন।এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা থেকে বাড়ি ফেরার পথে গোলাবাড়ি এলাকায় পৌছালে কয়েকজন দুবৃত্ত তার উপর হামলা করে।স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এসময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। দ্রুত সময়ের মধ্যে হামলা কারীরাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক স্বাস্থির দাবী করেন বক্তারা।