Homeশিক্ষা-শিক্ষাঙ্গনপাবিপ্রবিতে সলভার গ্রিন-এর নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

পাবিপ্রবিতে সলভার গ্রিন-এর নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রযুক্তি সক্ষমতা নির্ভর সামাজিক সংগঠন সলভার গ্রিনের ৫ম তম নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ারি, বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুল-আউয়াল। বিশেষ অতিথি প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাজরুল ইসলাম,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড. কামরুজ্জামান খান, এবং স্টুডেন্ট অ্যাডভাইজার অফিসের পরিচালক ড. মো. রাশেদুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কশেপার্স ৩৬০-এর প্রতিষ্ঠাতা সাকিবুল ইসলাম সাফিন, সিইও, মার্কশেপার্স।

অনুষ্ঠানের কার্যক্রম দুটি সেগমেন্টে বিভক্ত ছিল। প্রথম সেগমেন্টে “The Art of Standing Out” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা কিভাবে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারে, সেই বিষয়ে দিকনির্দেশনা পান। দ্বিতীয় সেগমেন্টে ছিল নবীন ও প্রবীণ সদস্যদের সংবর্ধনা, জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিক উদ্বোধন, এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং প্রবীণদের বিদায়ের পাশাপাশি নবীনদের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে নতুন সদস্যদের জন্য সনদ বিতরণ করা হয়।

সলভার গ্রিন-এর সভাপতি সাব্বির ইফতেখার সাকিবের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।

সভাপতি সাব্বির ইফতেখার সাকিব তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবিং করার গুরুত্ব তুলে ধরে বলেন,”সলভার গ্রিন শিক্ষার্থীদের টেকনোলজি নির্ভর সংগঠন। বিশ্ববিদ্যালয়ে আসার পর পাঠ্যবই পড়ালেখার বাইরে আমাদের আত্নউন্নয়ন যে শিখতে হবে তা আমরা এই সংগঠন থেকেই শিখতে পারব। আমাদের সলভার গ্রিন শিক্ষার্থীদের ভলান্টিয়ারিং শিখাচ্ছে মানুষের উপকারের জন্য। এছাড়াও আমাদের আছে লার্নিং,রিসার্চ ও কম্পিউটার ভিত্তিক প্রাথমিক ও উচ্চতর দক্ষতা অর্জনের সুযোগ।

এছাড়াও অতিথিরা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সলভার গ্রিন-এর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর