Homeশিক্ষা-শিক্ষাঙ্গনবারবার বাসে শিক্ষার্থী হেনস্তা যে সিদ্ধান্ত দিলো ইবি প্রশাসন

বারবার বাসে শিক্ষার্থী হেনস্তা যে সিদ্ধান্ত দিলো ইবি প্রশাসন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ঝিনাইদহ থেকে যশোর যাওয়ার পথে বাস চালক কর্তৃক মারধরের ঘটনায় গড়াই-রূপসা বাস কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা ও ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ঝিনাইদহ রুটে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাতদিন চব্বিশ ঘণ্টা ভাড়া নির্দিষ্ট (২০ টাকা) করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল পাঁচটা নাগাদ প্রক্টরিয়াল বডির সাথে বাস মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় ভুক্তভোগী পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। এসময় বাস মালিক কর্তৃপক্ষ ভুক্তভোগীর কাছে ক্ষমা চান।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসনাইন বলেন, ‘আমরা আর কোনো বাস আটকাতে চাই না। এধরনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে গড়াই-রূপসাসহ সকল বাসকে হুশিয়ার করে দিতে চাই। যদি এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করতে পারে তা তাদের মাথায় রাখা উচিত’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য আমরা বসে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটের সমাধান করা হয়েছে। কোনো শিক্ষার্থী বাস হেলপার বা ড্রাইভারের সাথে তর্ক না করে সরাসরি প্রক্টর বরাবর অভিযোগ দেয়ার জন্য বলবো। নিজের হাতে যেন আইন তোলে না নেন এবং হুট করে বাস আটকিয়ে জন-দুর্ভোগ সৃষ্টি না করে তার জন্য নির্দেশনা দেয়া হবে। আমরা শক্তভাবে সমাধান করেছি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।’

প্রসঙ্গত, ঝিনাইদহ থেকে যশোর যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার স্ত্রীকে হেনস্তা এবং মারধর করে কালীগঞ্জ স্টপেজে তাদের নামিয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে বুধবার গড়াই-রূপসা পরিবহনের ৬ টি বাস আটক করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে বাসগুলো ছেড়ে দেয়া হয়।

সর্বশেষ খবর