Homeজাতীয়দালালী করলে পরিণতি হবে হাসিনার মতো: সারজিস

দালালী করলে পরিণতি হবে হাসিনার মতো: সারজিস

যারাই ক্ষমতায় আসুক তারা কোনও দেশ বা গোষ্ঠীর দালালি করলে পরিণতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানীর কর্মসূচিতে তিনি বলেন, সীমান্ত হত্যা বা তারকাঁটা দিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা রুখে দেওয়া হবে।

তিনি দাবি করেন, সকল সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। লং মার্চে পাঁচটি দাবিও উপস্থাপন করেন সারজিস। দাবিগুলোর মধ্যে রয়েছে সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করা, ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নামকরণ এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সারজিস আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় কোনও প্রকার বাধা মেনে নেওয়া হবে না। সীমান্ত সমস্যার সমাধানে আন্তর্জাতিক আদালতের ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর