সারা দেশের ন্যায় ধামইরহাটে ভোটার তালিকা হালনাগাদ করনের বিষয়ে ‘উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ১৬ জানুয়ারি বেলা ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মিলন কুমার, ইউপি চেয়ারম্যান ওসমান গনি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।
আরও পড়ুন:বলিউড অভিনেতা সাইফ আলীর হামলাকারী শনাক্ত
আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছবিসহ হালনাগাদ ভোটার তালিকার জন্য তথ্য সংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ৬৫ জন তথ্য সংগ্রহকারী ১৩ সুপারভাইজার ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার অ্যানিসার রহমান জানান।