অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে শনাক্ত করেছে ভারতের মুম্বাই পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সন্দেহভাজন ওই যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, সাইফ আলী খানের বাড়ির এক গৃহপরিচারিকার পরিচিত ওই যুবক। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটার দিকে গোপনে ওই বাড়িতে ঢোকেন তিনি। রাত আড়াইটার দিকে গৃহপরিচারিকার সঙ্গে কথা কাটাকাটির শব্দ শুনতে পান সাইফ আলী খান। এরপর সেখানে সাইফ আলী খান গেলে তার সঙ্গে ওই যুবকের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্ত সাইফ আলীকে ছয়বার ছুরিকাঘাত করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সাইফ আলী খান আহত হওয়ার পর ওই দুর্বৃত্তকে একটি ঘরে বন্দি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে তিনি ওই যুবককে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন এবং পরবর্তীতে কোনও বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলীর বড় ছেলে ইবরাহিম তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার নিউরোসার্জারি হয়েছে। বর্তমানে তার কসমেটিক সার্জারি চলছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার যে বাড়িতে সাইফ আলী খান থাকেন, সেটি ১২ তলা ভবন। ভবনটির চারটি তলা নিয়ে সাইফ আলী খানের বাসা।
কড়া নিরাপত্তা পেরিয়ে কীভাবে ১২ তলার ওই বাড়ি ঢুকল হামলাকারী সে প্রশ্নে অবাক পুলিশসহ অনেকেই। এরই তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, পিংকভিলা, ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি নিউজ