নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ৪নং উমার ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ৪নং উমার ইউনিয়ন শাখার উদ্যোগে দূর্গাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ শাখা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উমার ইউনিয়ন শাখার সভাপতি মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অসহায় দুঃস্থ্য এবং হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।
আরও পড়ুন:শিক্ষা প্রতিষ্ঠানের পাশের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং আগামী জাতীয় নির্বাচনে ৪৭ নওগাঁ ২ (ধামইরহাট- পত্নীতলা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. আতাউর রহমান। অত্র ইউনিয়ন আমীর মো. দেলোয়ার হোসেন এবং সেক্রেটারি মো. হেলাল হোসেনসহ প্রমুখ। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দল-মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব দুস্থ অসহায় পুরুষ ও মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।