Homeবিনোদনএবার ব্যবসায় প্রিয়াঙ্কা জামান

এবার ব্যবসায় প্রিয়াঙ্কা জামান

মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা জামান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কিছু নাটক। এদিকে সম্প্রতি ধার্মিক পাত্র বিয়ে করতে চান এমন মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। এবার অন্য পরিচয়ে হাজির হচ্ছেন তিনি। ব্যবসায় নাম লিখাতে যাচ্ছেন তিনি।

‘কিউট অ্যান্ড ক্ল্যাসি’ নামে একটি ফ্যাশন হাউজের শোরুম চালু করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা জামান। রাজধানীর বেইলি রোডে নতুন শপ শিগগিরই চালু করবেন। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের পোশাক, কসমেটিকসসহ নানা এক্সক্লুসিভ আইটেম থাকবে শোরুমে, এমনটাই জানান প্রিয়াঙ্কা।

অভিনয় নিয়ে প্রিয়াঙ্কা বলেন, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের প্রতি আমার খুব দুর্বলতা রয়েছে। সুযোগ পেলেই নাটকে অভিনয় করে থাকি। আমার আগের অভিনীত নাটকগুলো দর্শক পছন্দ করেছেন। একটু স্টেজ শোর ব্যস্ততার ফাঁকে আরও তিনটি নাটকে কাজ করলাম। আশা করছি এই কাজগুলো দর্শক পছন্দ করবেন।

সর্বশেষ খবর