বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনির বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে পৌর বিএনপির একাংশ এ কর্মসূচি আয়োজন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শাহাদাত হোসেন সনি আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতার মাধ্যমে দলের স্বার্থবিরোধী কাজ করছেন। সম্প্রতি তিনি উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানায় মুচলেকা দিয়ে মুক্ত করেছেন। এই ঘটনা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে বক্তারা দাবি করেন।
বক্তারা বলেন, দলে অনুপ্রবেশকারী বা স্বার্থবিরোধী কার্যকলাপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা শাহাদাত হোসেন সনিকে দ্রুত বহিষ্কারের দাবি জানান এবং দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।