বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত আসামি যুবলীগ নেতা আবু রায়হান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সোয়া দশটার দিকে খামারকান্দি শুভগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু রায়হান মোল্লা খামারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং স্থানীয় বাসিন্দা জলিল মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক।
ওসি শফিক জানান, গত ২ নভেম্বর দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে আবু রায়হানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়া অনুসারে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছে।
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা চলছে। রাজনৈতিক মামলাগুলোর যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।