শ্রীপুরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে মো. সৈকত (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৈকত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুরে একটি পোশাক কারখানায় কোয়ালিটি কন্ট্রোল পদে কর্মরত ছিলেন এবং ভাড়া বাসায় থাকতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, একই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে সাবেক প্রেমিক সৈকতকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত সাবেক প্রেমিক এবং প্রেমিকার নাম প্রকাশ করা হয়নি।
নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার রাতে কারখানা থেকে বের হওয়ার পর থেকে সৈকতের ফোন বন্ধ পাওয়া যায়। কিছুক্ষণ পর রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাবেক প্রেমিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।