Homeশিক্ষা-শিক্ষাঙ্গনশিক্ষার্থীকে মারধরের অভিযোগে ইবিতে গড়াই-রূপসা বাস আটক

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ইবিতে গড়াই-রূপসা বাস আটক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী কিছু বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে বাস আটকাতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬টি বাস আটক করে রেখেছে শিক্ষার্থী। আটককৃত বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়।

মারধরের শিকার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আসিফ মাহমুদ।

ভুক্তভোগী আসিফ জানান, আমার স্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী। ঝিনাইদহ থেকে যশোরগামী বাসে তাকে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত স্পীডে চালাচ্ছিলো বাসটি। তখন আমি তাকে (চালক) বলার পর সে আমার সাথে তর্কে বাধে এবং গায়ে হাত তোলে। পরে এক পর্যায়ে কালীগঞ্জ নামক স্টেশনে আমাকে নামিয়ে একসাথে অনেকে এসে মারধর করে। আমি এই মারধরের সুষ্ঠু বিচার চাই।

এসময় শিক্ষার্থীরা বলেন, এক সপ্তাহ পর পর এমন ঘটনা ঘটে যাচ্ছে। শুধু এই শিক্ষার্থীদের জন্য নয়, দীর্ঘ মেয়াদী একটা সমাধান হওয়া চাই। অভিযুক্তরা না আসা পর্যন্ত বাসগুলো ছেড়ে দেয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা শোনার পর বাস মালিককে অবহিত করেছি। তাদেরকে সরাসরি এসে সমাধান করার জন্য বলা হয়েছে। যাত্রীরা ভোগান্তির শিকার কিন্তু বাস মালিকরা যতদ্রুত এসে সমাধান করবে তত ভালো হবে।

সর্বশেষ খবর