Homeজেলাচিনিকল শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধির শপথ গ্রহণ

চিনিকল শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত প্রতিনিধির শপথ গ্রহণ

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মোচিক ট্রেনিং কমপ্লেক্সে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান (ব্যবস্থাপক র্অথ) হিরন্ময় বিশ্বাসের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম।


আরও পড়ুন:মান্দায় ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


এছাড়াও উপস্থিত ছিলেন- শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিংকু, সাধারণ সম্পদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি শাহার আলী, সাহেদ আলী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মো. মিলন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, কোষাধ্যক্ষ এ.এম নাজমুস শাকির, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য ফারুক হোসেনসহ প্রমুখ।

পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

সর্বশেষ খবর